বিন্দু থেকে সিন্ধু।
আঁধার থেকে আলো।
দিন থেকে রাত।
দুঃখ থেকে সুখ।
পাতা বই থেকে ডিজিটাল ডিভাইস।
যা কিছু হয় অর্জন তাই "শিক্ষা"।
সেই শিক্ষা জ্বালায় আলো -
আবার সেই শিক্ষা আলোকে;
ঢেকে দেয় আঁধারে!
.........
সালটা ২০২৩; যা আখ্যায়িত "ডিজিটাল যুগ"
এই সময়ে খুব ট্রেন্ড;
১ থেকে ১.৫০ মিনিটের ছোট্ট ভিডিও ক্লিপ -
যা  আখ্যায়িত "টিকটক" নামে।
টিকটকের কিছু বিষয়-
শুধুই হাসানোর আবার কিছু বিষয়;
প্রতি মাসে একটি মেয়ের যন্ত্রণার মুহূর্ত।
আবার কখনো একটি সম্পর্কে-
অবাধ মেলামেশার পরিণতি!
যে ছোট্ট প্রাণটি জ্বালাবে আলো -
কি শিখছে সে!
বন্ধ করে এই বিষয়গুলো -
হোক না টিকটকের মধ্য দিয়ে;
দেয়া শিক্ষণীয় শিক্ষা তাদের!
আলোয় আলোকিত হোক করা;
ছোট্ট ছোট্ট প্রাণগুলোর জীবন!