"প্রিয়! ভালবাসি অনেক তোমায়।
কখনো দিবো না হাত ছেড়ে তোমার।
যতোই আসুক বাধা- হবো যে তোমার ঢাল।
মৃতুর আগেও হবে উচ্চারিত "ভালবাসি! ভালবাসি"
এমন প্রেমময় কথামালা -
দিয়েছিল ১৯৫২ সালের ভাষা প্রেমিকরা;
তাদের ভাষা প্রেয়সীর জন্য!
........
দিন থেকে রাতের হয়েছে সমাপ্তি -
সেই দিনগুলোতে:ভাষা প্রেমে দেয়া বলিদান;
ভাষা প্রেমিকদের রক্তধারায় ।
শুধু ভাষার প্রেমে হয়ে মত্ত -
মায়ের কোল করেছিল খালি হাসিমুখে!
রক্তাক্ত হয়ে আর বুলেট ধারণ করে শরীরে;
শেষ নিশ্বাস ছিল যতক্ষণ হয়ছে উচ্চারিত -
" রাষ্ট্র ভাষা বাংলা চাই! রাষ্ট্র ভাষা বাংলা চাই!
তাদের আত্মত্যাগের বিনিময়ে -
প্রাণের ভাষা বাংলা পেয়েছি;
তরুণ প্রজন্ম রাখবে তো ধরে -
ভাষার প্রতি এই প্রেম।
ভালবাসি তোমায় বড্ড হে প্রিয় বাংলা ভাষা!