প্রশান্ত, মায়াকারা মুখশ্রী!
বেঁধে রাখে শুধুই মায়ার বন্ধনে।
জীবনের চলার পথে মানবের-
দেহ আর মনে আসে ক্লান্তি, বিষন্নতা;
সব যে মুহূর্তেই দূর হয়ে যায়-
দেখলেই সেই মায়াকারা মুখশ্রী।
................
ছোট্ট প্রাণ যার মাঝে শুধুই স্নিগ্ধতা, কোমলতা, নিষ্পাপ।
কচি কচি হাত দুটি দিয়ে-
বাবা কিংবা মাকে জাপটে;
তাঁদের বুকেই প্রশান্তির নিদ্রা।
বার বার কপালে আদর দিয়ে-
ঘেমে গেলে কেশ মুছিয়ে মুখশ্রী পানে চেয়ে থাকা।
বেশি করে জাপটে রাখা বুকের মাঝে।
সেই মুখশ্রী পানে চেয়ে-
বেঁচে থাকার হাজারো বছর ইচ্ছে!
.........
প্রেয়সীর মিষ্টি, কোমল, স্নিগ্ধ মুখশ্রী-
বার বার প্রেমে ফেলে প্রেয়সীর!
হোক বাবা-মা কিংবা ভালবাসার মানুষটি-
বেঁচে থাকবার প্রেরণা হয় সন্তান কিংবা প্রেয়সীর মুখশ্রী।