"মেইড ফর ইচ আদার"-
বাক্যটি যেন সৃষ্টিকর্তার অপার মহব্বত।
শ্রবণে মুহূর্তেই মন অনুভূতিতে অনুরণিত।
আঁখি স্বপ্ন যায় দিয়ে -
জীবনসঙ্গী আর আমি দুজন হবো;
মেইড ফর ইজ আদার!
দুজন যেন দুজনের জন্যই;
এই ধরিত্রীতে এসে -
সঠিক সময়ে দুটি প্রাণ মিলিত এক অনুভূতিতে!
......
স্বপ্ন নয় সত্যি আজো কিছু প্রাণ -
"মেইড ফর ইচ আদার" বাক্যটির উজ্জ্বল কারী।
স্ত্রী হলে স্বামী আর;
স্বামী হলে স্ত্রী-
একজনের বিন্দুমাত্র অসুস্থতা;
জীবন আর অনুভূতির জগৎ টাই শূন্য সঙ্গী বিহীন।
একমনে সেবা আর প্রার্থনা -
খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে উঠে সঙ্গী তাঁর!
দিনরাত ক্লান্তিহীনভাবে সঙ্গীর সেবায় -
নিজেকে করে সমর্পিত!
মাঝে মাঝে দেখে সঙ্গীর অসুস্থতা -
আঁখি হয় অশ্রুসজল তবু আশা;
তাঁর সেবা আর ভালবাসায় সুস্থ হবে তাঁর সঙ্গী।
"মেইড ফর ইচ আদার" -
ব্যক্তিগুলি যেন থাকে পরস্পর পরস্পরের;
ভালবাসায় আর অনুভূতিতে জড়িয়ে -
জীবনের শেষক্ষণ পর্যন্ত!
          
      (এমন খাঁটি ভালবাসা সত্যি এখনো আছে।
      আমার এই কবিতাটি আমি আমার বাবা-মা
      এবং ফুলমেসো-ফুলমাসি কে উৎসর্গ করলাম।
      প্রতিটি ভালবাসা যেন এমন সুন্দর, খাঁটি আর
      ভালবাসাময় হয়)