জীবনের জন্মলগ্ন-
ক্ষণিক যাত্রার পর জীবনের অবসান।
সেইখানে সেকেন্ড এক পূর্বে বর্তমান -
সেকেন্ড এক পরেই অতীত, স্মৃতি।
মানবের অনুভূতিও বর্তমান;
বর্তমান যখন মানুষটি।
জীবন থেকে আমাদের;
চিরতরে যখন মানুষটির হয় জীবন অবসান -
ক্ষণিক সময় জীবনের পথচলা যায় থমকে।
অনুভূতিগুলো হারায় ছন্দ!
বহমান সময়ে ম্রিয়মাণ শোকতাপ-
মানুষটিকে হারাবার!
বন্ধন আর অনুভূতি;
শুধুই একান্ত নিজের আর হারানো -
মানুষটির সাথে কাটানো প্রতিটি মুহূর্ত!
কখনো নতুন মানুষটির সাথে নবরূপে একাত্ম।
হে! চিরতরের স্বাধীন আত্মা -
পাচ্ছো দেখতে;
ধরিত্রীতে রেখে যাওয়া তোমারি-
কিছু কাছের আর আপন মানুষগুলো -
তোমারি অবসানে ক্ষনিকের শোকতাপ কাটিয়ে;
চলছে আর চলতে হয় জীবনের বাস্তবতায়!