আঁখি মেলে করে ক্রন্দন;
মায়ের প্রথম স্পর্শে আলিঙ্গন -
সেই লগ্নে সেই পরিবারে;
আল্লাহ্ এর রহমত হয় যে বর্ষিত।
সময় অতিবাহিত হতে হতে;
হয়ে উঠো তুমি "নারী"!
হে! নারী;
তুমি যে বড্ড মহব্বতের আল্লাহ্ এর দরবারে।
তোমায় হয়েছে দেয়া সর্বোচ্চ সম্মানের স্থান।
নারী! পর্দা করে;
রেখো নিজেকে হেফাজত।
নারী! হারাম সম্পর্ক থেকে নিজেকে রেখো দূরে।
নারী ! সাজবে তুমি নিজের স্বামীর জন্য।
নারী; তোমার "মুখশ্রীর নূর" ওযু এর পানিতে!
নারী! যখন তুমি মা;
তোমার পায়ে সন্তানের বেহেস্ত।
নারী! যখন তুমি স্ত্রী;
তোমায় ভালবাসার মধ্য দিয়ে -
তোমার স্বামীর সওয়াব।
নারী! নিজেকে রেখো সর্বদা নেক্কার।
প্রাণ পাখি থাকবে না যেদিন -
তোমারি কবরে কোন আযাব না হয়ে;
নারী হবে যে তুমি জান্নাতি!

       (অন্য ধর্মের হয়ে আরেকটি ধর্মের নারী কে উত্থাপন করার প্রচেষ্টা মাত্র)