আঁধার ঘরে; পর্দা করে ভেদ-
ঐ দূর আকাশের চাঁদের স্নিগ্ধ আলো!
মনের ঘরে এসেছে যেদিন-
ভালবাসার অনুভূতিময় আলোর স্নিগ্ধতা;
দূর থেকে দূরে গিয়েছে সরে ঐ আকাশের চাঁদ।
জাগে না মনে সেই আকর্ষণ, হয়না যাওয়া কাছে-
চাঁদের অনুভূতির একান্তে;
হয়না নিজেকে সিক্ত করা চাঁদের স্নিগ্ধতায়!
আজ খুব বেশি ইচ্ছে করছে-
চাঁদের একান্তে যেতে; ভাসতে তাঁরই মাঝে।
তোমায় যে আজ বড্ভ করছি অনুভব-
মনের পৃথিবী জুড়ে!
চাঁদের আলোয় আঙ্গিনায়-
নিজের রক্ত-মাংসের শরীরকে;
করছি সিক্ত সেই স্নিগ্ধতায় তবে-
আমার মন, অনুভূতি ডুবে আছে শুধুই;
তোমারি অনুভবের ভুবনের অনুভূতিময় স্নিগ্ধতায়!