প্রভাতের কিরণ তখনো;
পূর্নরূপে নিজের কিরণ দেয়না মেলে।
"ফজরের" পবিত্র আযানের ধ্বনির পূর্বেই;
"সেহেরী" করে সারাটি দিনের;
'রোজা' রেখে "ইফতারি" করা -
মাগরিবের আযানের ধ্বনিতে যখন ধ্বনিত ধরিত্রী।
রেখে একমাস নিজেকে সংযত;
এই "সিয়াম সাধনার মাসে" -
আল্লাহ্ এর সাথে যেন আরো বেশি একাত্ম;
তাঁরই বান্দাদের সাথে!
একমাসের শেষ রোজার গোধূলি লগ্নে -
ইফতারের মধ্য দিয়ে আসে চাঁদ রাত!
পরের প্রভাত লগ্নে নামাজের কাতারে দাঁড়িয়ে;
করে কোলাকুলি শুভারম্ভ খুশির "ঈদ"!
ভুলে সকল ভেদাভেদ মেতে উঠে ঈদের আনন্দে।
শুধু নয় সিয়ামের এক মাস;
জীবনের প্রতিটি ক্ষণে সংযত থেকে নিজে -
ছড়িয়ে দেয়া হোক শান্তির বার্তা।
মন থাকুক একাত্ম আল্লাহ্ এর প্রেমে!
সবটুকু সামর্থ্য দিয়ে হোক করা -
মানবের কল্যাণ সাধন!


         (আমি ভিন্ন ধর্মের হয়েও এই কবিতা রচনার
          জন্য অনেকের কাছ থেকে ভাললাগা পেয়েছি।
          সেই সাথে আমার এই কবিতাটি "বাবুই
          প্রকাশনীর" 'ঈদ সংখ্যা ২০২৩" এ প্রকাশিত
           হয়েছে)