শীতের জীর্ণতা কাটিয়ে-
প্রকৃতি উঠেছে সেজে ফুলের গহনায়।
রোদের দাবদাহ।
প্রকৃতির বাতায়নেও তপ্ততার দাবদাহ।
তবু নতুন বছরকে বরণ করতে;
প্রকৃতির মাঝে আজ মানবপ্রাণ।
জীবনে আমার -
এই প্রথম বৈশাখে;
পেয়েছি তোমায় অনুভূতির ভুবনে।
প্রথম দেখায় লেগেছিল ভালো।
পড়েছিলে সাদা লাল পাড়ের শাড়ি,
খোঁপায় ফুল - যেন ফুলকণ্যা আমার প্রেয়সী।
......
বৈশাখের এক গোধূলি বিকেলে-
তোমায় নিয়ে গিয়েছিলাম নদীর পাড়ে।
রেখেছিলে হাতটি আমার ধরে।
রেখেছিলে আমার কাঁধে মাথা।
বুঝিনি আর কখনো তুমি মেলবেনা আঁখি।
ভালবেসে ডাকবেনা আমায়!
আমার কাঁধেই তোমার হলো অবসান।
বৈশাখী রক্তক্ষরণে আজো রক্তাক্ত একাকী!