স্নেহ -
বড্ড মায়ার বন্ধনে রাখে জড়িয়ে মানবকে।
ছোট্ট প্রাণটির বন্ধন;
মায়ের সাথে জুড়ে যায় থাকতেই মাতৃগর্ভে।
আঁখি মেলে প্রথম;
থাকে মায়ের শরীরের উষ্ণতায়।
বড় হতে হতে;
স্নেহের ছায়াতলে বেড়ে উঠে -
বাবা, ভাই কিংবা বোনের।
জীবনের পথে একটু একটু চলতে চলতে পথ;
বন্ধনে আবদ্ধ হয় আরেকটি মন, অনুভূতির!
দিনশেষে তবু মায়ের -
কাঁধে মাথা রেখে ক্লান্তিতে নিমজ্জিত আঁখি
কখনো আবার মায়ের আদর খেতে;
সেই ছোট্ট বেলার মতো জড়িয়ে ধরা।
মায়ের আঁচলে মুখ মুছা।
আর যে বাবা পরিবারের বটবৃক্ষ;
সেই মানুষটি নিজে অসুস্থ থেকেও -
তাঁর রাজকন্যার জন্য চিন্তা;
রিক্সায় সামনে রাখে যেন পা ঠিকভাবে।
উড়না যেন না যায় প্যাঁচিয়ে গলায়।
এই দুটি মানুষের স্নেহের ছায়াতল -
কেন একদিন সকল সন্তানদের ছায়াহীন করে।
যত্নে থাকুক সন্তান কর্তৃক সেই স্নেহের ছায়াতল!