জীবন বহমান জীবনের অনেক নিয়মে।
মানব ব্যস্ত নিজের কার্যের তাগিদে।
সমাজ আর অবস্থার অনুসারে;
উচ্চবিত্ত, মধ্যবিত্ত আর নিম্নশ্রেণী!
কারোর সাথে নেই কারোর;
এক কাতারে দাঁড়ানো।
সূর্য উদয় লগ্ন থেকে গোধূলি লগ্ন মুহূর্ত;
যারা কায়িক পরিশ্রম করে চলে অবিরত -
ক্ষুধা নিবারণে তাদের ভরসা;
রাস্তার পাশে "টং" দোকানের চা, বিস্কুট, পাউরুটি।
নিজেকে করে সতেজ আবার কর্ম উদ্দীপনা।
........
তাঁদের চাইতে অবস্থান আমার মধ্যবিত্ত।
তবু আমি এক কাতারে দাঁড়িয়ে;
শুধু এক কাপ "দুধ চা" এর জন্য।
কন্ডেলস মিল্ক দিয়ে তৈরি;
টং এর মামা, কাকুর হাতে বানানো -
"দুধ চা" বড্ড ভালবাসি খেতে।
আমায় দেখে তাঁদের মনে জাগে প্রশ্ন;
দৃষ্টি অপলক তাঁদের-
কেমন করে আমি এক কাতারে দাঁড়িয়ে !