আঁধার কাটিয়ে -
আলো দেয় ছড়িয়ে তার কিরণ, "রবি"।
গোধূলি লগ্নে যায় অস্ত "রবি" পশ্চিমে।
......
নামটি যে তাঁর "রবীন্দ্র"!
জন্ম তাঁর ২৫ শে বৈশাখ।
"রবি" ন্যায় দিয়েছেন আলো ছড়িয়ে;
সর্বত্র তাঁর শিল্প আর অনুভূতির পরশখানি।
ছোট্ট ছোট্ট প্রাণের প্রভাত হয় শুরু;
সুরে সুরে গানে গানে -
"আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি"
প্রথম "প্রেমের" অনুভবে -
গুন গুন করে উঠে মন;
"আমারো পরানে যাহা চায় তুমি তাই তুমি তাই গো"
"প্রেরণায়" গুন গুন করে উঠে মন -
"যদি তোর ডাক শুনে কেউ না আসে"।
জীবনের অবসানে আঁখি হয় অশ্রুসিক্ত -
শ্রবনে আসে যখন ভেসে;
"যখন পড়বে না মোর পায়ের চিহ্ন"।
আজো অনুভবে আছো তুমি -
হে প্রিয় কবি!
যুগ থেকে যুগে থাকবে তুমি অনুভবে।
আজ তোমার "শুভ জন্মদিন"।
গ্রহণ করো মোদের অন্তরের ভালবাসা আর প্রণাম।