"ভালবাসা অনভূতি" ভালবেসে -
তোমায় করেছিলাম ভালবাসার ভুবনের আলো।
ভালবাসায় রেখেছিলাম তোমায় জড়িয়ে।
জীবনের শেষ পথটুকু হয়নি চলা একসাথে।
ভালবাসা গভীরতায় মাঝপথে;
ছেড়ে গেলে আমায় একা করে!
পিচঢালা পথে চলতে চলতে ধরো-
হঠাৎ কোন একদিন -
তোমার সাথে দেখা তপ্ত রোদমাখা দুপুরে।
সেইদিনও কি আমার মাথায় ছাতা ধরে বলবে -
"কি যে করো না, রোদে আজো তুমি লাল হয়ে যাও"
"দেখি, এসো কপালের ঘাম মুছে দেই"।
"এই নাও গরমে তোমার প্রিয় চকলেট আইসক্রিম"।
হঠাৎ কোন একদিন -
বৃষ্টি ভেজা মুহূর্তে;
আচমকা এসে হাত ধরে বৃষ্টিতে নিয়ে গিয়ে -
ভিজবে বৃষ্টিধারায়!
যাবার সময় পকেট থেকে -
প্যারাসিটামল বের করে বলবে;
"ভিজলে তো ইচ্ছে মতো এইবার জ্বর এলে -
খুব বকা দিবো"।
হঠাৎ কোন একদিন -
আসবে আবার ফিরে আমারি ভালবাসার ভুবনে।
এই ভাবনাতেই স্বপ্ন, আশা করে যায় -
প্রতীক্ষিত আমারি ভালবাসার ব্যাকুল হৃদয়!