কন্যা থেকে মেয়ে!
মেয়ে থেকে নারী!
নারী থেকে স্ত্রী!
স্ত্রী থেকে স্নেহ, ভালবাসার ছত্রছায়া "মা"!
বাবা- মায়ের আদরের বন্ধন ছিন্ন করে;
নারীকে করতে হয় আপন স্বামীর ঘরকে।
........
নারী যেন মুহূর্তেই বড্ড বড় যায় হয়ে;
জীবন যখন বাঁধা পড়ে জীবনসঙ্গীর বন্ধনে।
বাবা- মায়ের সেই ছোট্ট আদরের কন্যা;
নতুন সংসারে মানিয়ে নেয় হাসিমুখে।
নিজের কষ্টগুলো আড়াল করে;
নীরবে কেঁদে যায় রাতের আঁধারে।
বাবা - মা জিজ্ঞেস করলে;
আদরের কন্যা তাদের বলে -
"মা! বাবা! ভাল আছি আমি; চিন্তা করো না"
খাবারে ঝাল কিংবা অল্প খেয়েও -
এক নারী হেসে যায় অশ্রু করে গোপন।
স্যালুট তোমায় নারী!
নারী! তুমি যে মমতাময়ী।
নারী! তুমি যে অনন্যা।
হাসি অন্ত অশ্রু আড়াল করতে;
নারী! শুধু তুমিই যে পারো সুনিপুণভাবে!