“শুভশক্তির শুভারম্ভ”


মেঘবিহীন স্নিগ্ধ আকাশ।
তুলার মতো নরম কাশফুলে-
যায় যে ছেয়ে নদী কিংবা পুকুর পাড়ের ধার।
বাতায়নে ভেসে ভেসে বেড়ায় পূজো পূজো গন্ধ।
শুভশক্তির হবে যে শুভারম্ভ “মা দূর্গার” মহালয়ার শুভলগ্নে!
“মা দূর্গা” আসবে ধরিত্রীতে-
করতে সকল অশুভ শক্তির নাশ সেই সাথে;
মানব সন্তানদের কল্যাণ সাধন।
অন্য সব বছরের চেয়ে এই বছর-
ধরিত্রী আজ বিপন্ন “করোনা” ভাইরাসে।
সবার মাঝে আজ তাই আতঙ্ক-
পারবে তো জানাতে মায়ের কাছে মনস্কামনা।
আঁধারে প্রজ্জলিত শিখার ন্যায়-
“মা দূর্গার” আগমনীতে যাবে কেটে সকল বিপর্যয়;
এই আশা জাগে যেন প্রাণে।
হে! মা দূর্গা!
তোমার আগমনীতে হোক নাশ-
অশুভ শক্তির সাথে সাথে “করোনা” নাশ।
শুভশক্তির শুভারম্ভ হোক-
মা দূর্গা! তোমার আগমনীর শঙ্খ আর উলোধ্বনিতে।