আকাশের বুকে -
মেঘ জমে ঝরছে বৃষ্টিধারা।
পাগল করা এলোমেলো বাতায়ন।
শুধু কি বৃষ্টি; সে তো শিলাবৃষ্টি।
কিছু পর পর হচ্ছে কম্পিত বজ্রপাত।
প্রভাত আজ হয়েছে যে -
শিলা প্রভাত বেলা।
বুকের ভেতর হচ্ছে কম্পন -
দেখে এমন প্রকৃতির রূপ।
বৃষ্টি সর্বক্ষণ নয় যে আনন্দের, উচ্ছ্বাসের।
বৃষ্টি এমন নিতে পারে মানব প্রাণ -
বিনাশ পারে করতে প্রকৃতির সৌন্দর্য।
বৃষ্টি -
প্রেমের।
বৃষ্টি -
ভালবাসার।
বৃষ্টি -
নিজেকে সিক্ত করার।
বৃষ্টি -
আমার কাছে চিন্তা, অজানা কম্পনের।
বার বার বুকের ভেতর জাগে কম্পন -
ঠিক, নিরাপদে আছো তো তুমি।
ভালবাসি সীমাহীন তোমায় প্রিয়!
বৃষ্টিতে ভেজাবে না একদম নিজেকে।