শরৎ এর স্নিগ্ধ নীল আকাশ।
বাতায়নে নরম কাশফুলের ছন্দ।
মহালয়া, শঙ্খ, উলোধ্বনি-
পূজো পূজো অনুভূতি করে দ্বিগুণ!
ঢাকের কাঠির ধ্বনিতে -
মন উঠে নেচে।
মা আসেন ধরিত্রীতে তাঁরই সন্তানের কাছে।
ষষ্ঠীতে মায়ের বোধন; মায়ের আগমনী।
সপ্তমীতে মায়ের হাসিমাখা মুখশ্রী।
অষ্টমীতে মায়ের কুমারী রূপের আরাধনা।
নবমীতে সন্ধি পূজা প্রদীপের আলোয় আলোয়।
দশমীতে পান - সুপারি;
মিষ্টিমুখ আর সিঁদুরে রাঙ্গিয়ে -
অশ্রুসজল আঁখিতে 'মা' কে বিদায় জানানো।
অপেক্ষা আবার আরো একটি বছরের।
"মা" যেন সন্তানকে রাখেন ভাল -
এই প্রার্থনা আকুল হৃদয়ে!