মাতৃগর্ভে থেকে মাস দশ -
আলো দেখা এই ধরিত্রীর।
তাঁদের ছায়ায় থেকে বড় হওয়া।
এমন করেই জীবনে আসে বয়সন্ধিকাল।
সেই থেকে একটি মেয়ে কিংবা ছেলে -
হাঁটতে থাকে পূর্নভাবে;
নিজেকে প্রকাশ করার পথযাত্রায়।
হাঁটতে থাকে নিজের জীবন গড়তে।
কেউ কেউ হয় সফল আবার -
কেউ হয় বিফল!
জীবনের চলার পথে -
অনুভূতির সঙ্গী হতে আসে জীবনসঙ্গী।
সেই থেকে সেই মানুষটির ভরণপোষণ -
ভালো রাখবার দায়িত্ব হয় যে নিতে।
সেই পথে দুজন চলতে চলতে আসে সন্তান।
সেই ক্ষণে নিজের বলে থাকে না কিছু।
সবকিছুই তাদের যা নিজের।
একটু ভালো খাবার, পোশাক যা হয় প্রাপ্তি -
সবটাই নিজের স্ত্রী আর সন্তানের!
তোমাদের যেটা আমার -
তাই দিয়েই ভালো রাখবার পূর্ন প্রয়াস;
নিজের জীবনসঙ্গী আর জীবন আলো -
সন্তানদের তরে!