ঘুটঘুটে আঁধার!
একটুখানি আলোকরশ্মি-আঁধার দূরীভূত।
মেঘাচ্ছন্ন আকাশ!
আলোকিত সূর্যের স্পর্শে।
নশ্বর দেহ!
শ্বাস-প্রশ্বাস আর হৃদসপন্দনের স্পর্শে।
সম্পর্কের অনুরণন কিংবা তিক্ততা!
অনুভূতির অস্তিত্বের স্পর্শে।
............
আকাশ!
তোমার অনুভবের স্পর্শে;
ভালবেসেছি তোমায়-তুমিও যে আমায় ভালবাসো অনেক।
আমার সামান্যতম ব্যথা লাগলে অস্থির হও তুমি।
পারবে তুমি আমায়-
তোমার ভালবাসার পরীক্ষা দিতে?
পারবে যেকোন পরিস্থিতিতে আমায় গ্রহণ করতে?
পারবে কলঙ্কিত দেহকে আবার ভালবাসার উষ্ণতা দিতে?
............
কালোরাত!
আমি ধর্ষণ হয়েছি পাঁচ নরপিশাচের দ্বারা।
নষ্ট হয়েছে আমার দেহ তবে নয় আমার অনুভূতি।
বলো না আকাশ!
পারবে কোন দ্বিধা, ঘেন্না বিহীন-
আমায় তোমার ভালবাসায় জড়িয়ে রাখতে?
পারবে পারবে পারবে তুমি আকাশ?