ভালবাসার পূর্ণতায় -
ভালবাসার বন্ধনে ছোট্ট প্রাণের আগমন।
যন্ত্রণা প্রসবের করেও সহ্য;
আনন্দ অশ্রুজল-
নাড়ি ছেড়া সন্তানের দেখতে পেয়ে মিষ্টি মুখশ্রী।
প্রতিটি সন্তানের ন্যায় -
আমিও দিয়েছি যন্ত্রণা;
আমারি জন্মদাত্রী "মা" কে।
যতো গিয়েছে সময়;
মা কে যেন বেসেছি ভাল অনেক বেশি।
মা যেন থাকে সুস্থ-সৃষ্টিকর্তার কাছে এই চাওয়া।
বিন্দুমাত্র হলে অসুস্থ;
মায়ের সেবা করা আমরা দুই বোন মিলে।
মায়ের কিসে কখন হয় অসুবিধা;
খেয়াল রেখে দুই বোনের একটাই প্রচেষ্টা-
হাসিখুশি থাকে যেন মা সর্বদা।
দিদিও হয়েছে যে "মা"।
জীবনসঙ্গী আসবে যখন জীবনে আমার;
স্রষ্টার থাকলে আশীর্বাদ আমিও তো হবো "মা"!
যেমন করে আমরা দুইবোন;
মা বাবা কে ভালবেসে রেখেছি যত্নে আগলে -
দিদির মেয়ে কিংবা আমার সন্তান;
ভালবাসবে তো সে!
রাখবে তো সে আগলে!
সুযোগ করে ধরবে তো জড়িয়ে!
বায়না করে বলবে "মা" আজ খায়িয়ে দাও।
প্রতিটি যুগের  প্রতিটি সন্তান;
ভালবেসে আগলে রাখে যেন তাঁর মা-বাবাকে!