গুটি গুটি পায়ে -
ভালবাসার স্পর্শে;
আধো আধো বুলিতে শেখা শব্দ-
মা! বাবা!
মা কে জড়িয়ে সারা বেলা।
বোধ হয়নি জাগ্রত তখনো -
বাবা কেন শুধু ছবিতে;
কাছে এসে নেয়না কোলে;করেনা আদর।
বয়স বাড়তে বাড়তে পেরেছি জানতে -
আঁখি মেলে দেখা যে স্বাধীন বাংলা;
সেই বাংলার বিজয় আনতে -
বাবা গিয়েছিলেন যুদ্ধে।
সেই যুদ্ধে হয়েছিলেন শহীদ।
বাবা! তুমি যে আছো -
স্বাধীন বাংলার আকাশে তারা হয়ে।
ভালবাসা, আদর পাইনি তোমার।
খুব ইচ্ছে করে বাবা বলে;
ডেকে তোমায় জড়িয়ে নিতে।
বাবা!
আছো মিশে তুমি বিজয়ে।
আছো মিশে স্বাধীন বাংলার মাটিতে।
তোমায় হয়নি পাওয়া কাছে তবে;
তোমার প্রাণের বিনিময়ে -
আমার মতো বাবাহারা অনেক সন্তান;
স্বাধীন দেশে উঠছে বেড়ে স্বাধীনভাবে!