বৃষ্টি -
এক পশলা শীতল সমীরণ।
বৃষ্টি -
কখনো ভালবাসার কখনো বিরহের;
আবার কখনো প্রলয় বিনাশের প্রতিচ্ছবি।
বৃষ্টি -
উঠেছে ফুটে কবি, চলচিত্রকার,
গীতিকারের কলমে কিংবা শিল্পীর তুলির আঁচড়ে।
বৃষ্টি -
যে প্রেমিক ভালবাসে;
সে হয় সাধারণের চেয়ে একটু বেশি রোমান্টিক।
......
মেঘমালা!
তুমিই তো আকাশ থেকে ঝরে যাও;
বৃষ্টিকণা হয়ে!
তাইতো তুমি এতো আপন, কাছের,
প্রিয় আর ভালবাসার মানুষ!
জানো মেঘমালা!
আজ অনুভুবে ছিলে তুমি "বৃষ্টিতে"।
অনুভব করেছি তোমায় দুহাত বাড়িয়ে।
সিক্ত করেছি বৃষ্টিকনার স্পর্শে;
আমারি দুটি হাত।
কেন জানো দুটি হাত দিয়েছিলাম বাড়িয়ে।
আমার ডান হাতটি ছিল আমি আর;
বাম হাতটি ছিলে তুমি!
বৃষ্টিতে ভিজিয়ে হাত তোমার -
যেমন করে আমার বাম হাত রাখতে জড়িয়ে।
অনুভব করেছি তোমায় বৃষ্টিতে তবু;
তোমার অস্তিত্ব খুব মিস করেছি।
বৃষ্টিস্নাত অনুভূতি নিয়ে -
আমার প্রিয় কে বলতে চাই;
"প্রিয়! ভালবাসি বড্ড তোমায়"!