সেই যদি যাবে চলে      ভেঙে ভেঙে হৃদিখানি
কেন তবে এলে          মধুর ফাগুনে আরবার?
যে লতা লাগিয়েছিলে    মোদের প্রেমের সাক্ষী রূপে
অনাদরে অযত্নে শুকালে সে   অলক্ষে।
যে গান গেয়েছিলে   পূরণিমার চন্দ্রালোকে
কৌমুদীর ছটায়          বনের পথে পথে।
দিন শেষে বিদায়ে       আরেকটি বার গাও না তুমি আবার।
মধুকর এলো আজ      খোঁজ নিতে হৃদিবনে
শুকালো কি সুধারস     আজ বিরহ?
আবার যদি হয় দেখা     বনের পথে নিশিথে
হয়ত তখন অপরিচিত    দুই জনে দুই তীরে।
এ কেমন  ভাগ্য            বিধাতা রচিলো
নীরব নয়ন দোঁহে        কাঁদিবে নীরবে।