বসন্তের এই ক্ষণে কথা হোক আজ দোঁহে
বদলে গেছো কতো তুমি চেনা সেই মৃণালিনী।
সেদিন ছিলে তুমি ষোড়শীর  কৈশরী
উঁচু করে পরা শাড়ি দুপাশের রঙিন ফিতের বেনুনী।
অঞ্জনে রাঙানো আঁখি শত প্রশ্নে জড়ানো হৃদি
সময়ের খাঁজে খাঁজে বদলে গেলো চেনা সেই কিশোরী।
আজ তুমি যৌবনের পরিপূর্ণা নারী
বেঁধেছ মোরে কোন অসীম গন্ডির বাঁধনে।
বসন্তের এই ক্ষণ এসেছে আগেও
কিন্তু আসেনি এই প্রহর এমন করে কভূ।
পরনের নীল বাস, অলকের ললিত বাহার
সৃজনের সব রং মিলেছে তোমাতে।
কাছে থেকেও কতো দূরে সময়ের ব্যাবধানে
চাইলেও আজ তাই পারিনা ছুঁতে তোমারে।
ভালো থেকো মৃণালিনী স্মৃতিপটের অঙ্কনে
মনেরই গোপন ঘরে হরষ-মধুর-রোদনে।