বিজয়ার বাদ্দি বাজে
ক্ষণকালের মিলন শেষে চিরকালের বিচ্ছেদ।
যে গান গেয়েছিলাম একদা দোঁহে
সে গান আজ আবার গাও না প্রিয়ে।
উষার লগ্নে আজ তুমি শুভ্র বেশে
স্নিগ্ধ তোমার সাজ আজ ভরা অনুরাগে।
বারে বারে ফিরে ফিরে চেয়ে মোর পানে
কি যেন কোন কথা চাও বলতে?
যে গান গেয়েছিলাম শুক্ল নবমীতে
দশমীর বিদায়ে তা আরবার গাও না প্রিয়ে।
জন্ম হতে জন্মান্তরে চেনা সেই সুর
সখী আজ তা গেয়ে গেলে হৃদয়ের রাগে।
সুধাময় নিশি আজ বিমর্ষে ভরা
উদিত চন্দ্রমা চেয়ে করুণ নয়নে।
কিছু কাল কিছু প্রহর যদি থাকতে
বোনা হতো কল্পকথা পরজন্মের।