বসন্তের এই প্রহরে আকাশ মাঝে চন্দ্রা হাসে


নিশি মাঝে ফুলের সুবাস এলোরে ওই বন হতে।


এনেছিস তোরা তুলে আজ সাঝি ভরে বকুল দল


গাঁথ না তোরা মালা এবার একসাথে একআসরে।
সজনে ফুলের শুভ্র বেশ ধরার ধুলায় লুটিয়ে কেশ
আপন সুবাস পবন মাঝে আপনি বিলালে।
পাঠালে ডাক ওপার হতে,তোমার বিপুল দাবী নিয়ে।
এই পাড়েতে দেবার যত, দিয়েছি সব উজাড় করে।
ফুলের হাসি, দক্ষিণ পবন, চন্দ্রশোভা নভনীলে
তরুণ রাঙা কিংশুক আজ ডাক দিয়েছে বসন্তের।
মুক্ত গগন বিশ্ব মগণ পিকের সুরে কলতানে
এবার মোর বিদায় পালা সখি তোমার দুয়ার হতে।
গভীর বনে মুক্ত মনে বাজায় বীণা কোন জনে
কানে বাজে রুনুঝুনু তোমার চলার পথের বাঁকে।
এবার বিদায় দাও হে সখি জোৎস্না মধুর ফাল্গুনে
তোমার হতে গোপন করে নিলাম তোমার মালাখানি।
স্মৃতিমধুর প্রহরগুলো রইলো ধরা স্মৃতিপটে।।