নীরবে আজ সখী      ফেলেছো  নয়ন বারি।
যে অভিমান রেখেছো   মনের অতল গহরে
আর কি কখনো তা     ব্যাক্ত করবে আমার সম্মুখে?
দোঁহে কি আর কখনো    মিলন হবে এই নিবিড় নিকুঞ্জে?
আজ হেথা সেই শেষ দিন,
দশমীর শেষ বিদায় লগ্ন উপস্থিত।
নীরবে যাবে চলে রেখে মনের সব অভিমান।
এই জোৎস্না, এই যমুনাতীর, নিকুঞ্জ বন,
শূন্য হবে তোমার বিচ্ছেদ লাগি।
যে তাল, ছন্দ, সুর শিখিয়েছিলে দ্বিপ্রহরে
গোপনে নানান ছলে মিশেছিলাম তোমার সনে।
রইল পরে সব স্মৃতি এখন তুমি বহুদূরে।
আর তো হবে না মিলন দোঁহে।
ঝিঁঝিদের ডাক বড়োই করুণ আজ,
তানপুরার তার ছিঁড়ল বিহন রাতে।
আর তো হবে না দেখা    থাকবে না অপেক্ষা
বেশ হবে   যেমনটা চেয়েছিলে তোমার নীরবতায়।