বয়ে যায় সময় তোমার পথ চেয়ে,


কে গো তুমি পাড়ের পথিক    এপার ওপার করছো নিশিদিন।


দিনের শেষে হাট হতে        ফিরছে লোকে দলে দলে


ইচ্ছে জাগে মোর প্রাণে      মিশে যেতে ওই দলের স্রোতে।


হলো না পূরণ সে শখ মোর   রইনু বসে ঘরের দ্বারে


ব্যাকুল হাওয়া উদাস সুর      শ্রান্তকায়ে ঘুম ছেয়েছে নয়ন জুড়ে।


হাজার স্বপন তন্দ্রা বিভোর     নিয়েছে স্থান আঁখি জুড়ে।


সন্ধ্যা দীপ জ্বলে ওঠে              ঘরে ঘরে শঙ্খনাদে


ধূপের গন্ধে মোহিত                  বিভরিত সাঁঝবেলা।


চরণ ফেলো গোপনে               হে প্রিয় শ্রান্তিহরা


আপন ছলে এসো তুমি          এসো আপন তরী বেয়ে।