এসেছে বৃষ্টি সন্ধ্যেবেলায় মেঘের রথেতে                                                    
                           কৃষ্ণচূড়া ঝরলো সব ব্যাকুল পবনে।
পথের মাঝে নিয়ন আলো অঝোর বারিধারা
                                      জালনা দিয়ে দূরের মেঘে তোমার স্মৃতি গাঁথা।
কদম বনে শিরিষ দোলায় নেই যে কেউ আজ
                                                 দূরে গাঁয়ে মিঠে সুরে মহাকাব্যের পাঠ।
চৈত্র রাতে উঠেছে ঝড় বন পলাশীর বনে
                              আকাশ জুড়ে কৃষ্ণ মেঘ খেলে কৃষ্ণকলির চোখে।
তোমার সুরে এলো যে বর্ষা  ইমন রাগিনীতে
                                          নিকুঞ্জে আজ তড়িৎ খেলে অভ্রনিনাদে।
সাঁঝবেলাতে সখি তুমি সিক্ত যূথী বনে
                                       প্রবল পবন খেলে গেলো কৃষ্ণ কুঞ্জ কেশে।
হেথায় আমি পথের পানে ব্যাকুল চিত্তে
                                           পথ চেয়েছি কার পানে হৃদয় তা জানে।
বৃষ্টি এসে নামলো শেষে মেঘের রথেতে
                                             বকুল দিলো বিছিয়ে পথ হিমান্তের শেষে।
চৈতালি আজ সুর বেঁধেছে নতুন বরণ গীতে
                                                     রাত্রি শেষে নববর্ষ নতুন প্রভাতে।