যখন হবে সময় সখা         সাঙ্গ হবে খেলা


নিভবে দীপের আলো         ফুটবে চাঁদের আভা।


ঝরবে বকুল শিমুল             থাকবে বিছিয়ে পথে


সুবাস দেবে ছড়িয়ে              আপনি বাতাস ভরে।


বাজবে বাঁশি নাটে                 বিরহ-শোকের সুরে


হৃদয় তোমার আপনা হতে       কাঁদবে নীরব রবে।


বসন্তের শেষ বেলায়                চৈত্র অবসান


দুঃখ ভরা এ নিশি                    করে মোরে ম্লান।


আঁধার মাঝে শত তারা          সপ্তর্ষি আর কালপুরুষ


হাজার স্মৃতি লেখে আজ         অলীক আল্পনায়।


মধুর বেলায় বসন্ত আজ          দুঃখে ধরে গান


ছিন্ন পাতায় সাজানো হলো        এ তরণী এবার।


বিদায়কালে সুরের ধারা           ভেসে গেছে চাঁদের আভায়


মন যে আজ উদাস হলো          কোন বিরহে স্বপ্ন ভাঙে


প্রভাত প্রাতে গড়া ছিলো যা           রাত নিশীথে হারিয়ে গেলো।