এবার বিদায়ের পথে তুমি, হে ঋতুরাজ


হলো শেষ আজ দোলের নিশি।


ফাগের এই ক্ষণে নানা ফুল দিলে দানে


নানা রঙ, কতো প্রজাপতি এনে দিলে গোপনে কুঞ্জে।


মধুপ এলো দলে দলে মধুর লোভে


মিশে গেলো কতো হৃদি সুর সংগীতে।


মহুয়ায় লাগে নেশা , কৃষ্ণচূড়ায় আগুন


কিংশুকের আড়ালে গান ধরে পরিযায়ী কোকিল।


কূলে বাঁধা তরীখানায় দোলা দেয় সমীর


দখিনা যায় বয়ে গোধূলি হতে রজনী।


দিগন্তে শ্যামল আভা, বুক পেতেছে সবুজ ঘাস


তোমার যাবার শেষ ছোঁয়া চায় যে পেতে ওরা আজ।


চিরকালের হে অকিঞ্চন,আজ দিও না ওদের বাদ


ফেলে যাওয়া এ চিহ্ন সব থাকনা তোলা আমার স্মৃতির ডালায়।