অনেকদিন হলো দেখা হয়না আর
এমনটা হবার কি কথা হয়েছিল মোদের!
বন্ধনের বাঁধন বেঁধেছে মোরে,
এমন ভেবে দূরে চলে গেলি।
বসন্তের বেলায়
কিংশুকের শাখায় দোল দিলো দখিনা।
কথা ছিলো হবে দেখা
চৈত্রের শূন্য দুপুরে।
                                তু্ই এলি না।
দূরে কোকিল উদাস সুরে
রোদনের তাল তোলে তার ব্যাকুল গানে,
নদী তীরে ম্রিয়মাণ স্রোত বয় ধীরে ধীরে।
তু্ই ছাড়া এই ক্ষণ শূন্য ধরণী।
বন্ধনে বেঁধেছে সীমানা মোর
এমন ভেবে এলি না তু্ই আর।
বাঁধিনিতো তোকে তাই বন্ধনের আঙিনায়
মুক্ত তু্ই আজ নীল নিখিলে।
ব্যাকুল এ হিয়া খোঁজে সেই অনন্ত
যেথায় অসীম মুক্তি প্রসন্ন বদনে।
থাকি আমি বহুকাল, শূন্যতায় বসবাস
বাড়ে বাড়ে একথা, প্রাণ যায় বলে তা।
হয় যদি দেখা সখা, কভু ক্ষণে আচমকা
নিরালায় এই মন ছুঁয়ে যাবে তোকে সখা।
বাড়ে বাড়ে প্রতিক্ষণে থাক তু্ই মিশে মনে
নামহীন এই বনের তু্ই বনলতা।
সুবাসে মাতাস, মোর দেহ মন প্রতিক্ষণ
বন্ধনহীন হোক এই হৃদ্ধতা।