এসেছে আজ আমন্ত্রণ
                      বহুযুগ পরে, এলোরে ওই নিমন্ত্রণ।
কতো ছিলো প্রতীক্ষা
                    বর্ষ যুগ ধরে ছিলো যে কতো অধীর অপেক্ষা।
                    আজ হলো সমাপন,
এসেছে ওই নিমন্ত্রণ।
ফাল্গুনের মধ্যক্ষণে আজ
                      এনেছে বার্তা পিক কণ্ঠে বয়ে তার।
মুখরিত গগন, অনন্ত অম্বর নভোতল
                           পূর্ন সৌরভ   মধুর নিকুঞ্জবন।
কতোদিনের স্বপ্ন বাস্তবে এবার
                           সাজাবো কি দিয়ে আপন কায়াকে আবার।
                           যূথী বনে পূর্ন প্রস্ফুটিত দল
ঝরলো সকলে তারা আজ এ মধুর গোধূলি ক্ষণ।
খেত জুড়ে পীত সর্ষের বাহার
                          দক্ষিন বাতাস লাগলো দোল শিরে তার।
                          বাঁশিখানা দিগন্তে সুর তুলেছে
রুনুঝুনু নূপুর আজ হৃদয়ে বাজে।
ফাল্গুনের মোহিত এই লাবণ্য ধরা
                          বিকশিত পুষ্পবন অতসী, রজনীগন্ধা।
চামেলি, বেল আর গন্ধরাজ
                            মহুয়ার মিষ্টতায় পূর্ন চারিধার।
এই ক্ষণে দেব তুমি পাঠালে ডাক
                                               উপেক্ষার সাহস নাই, ধন্য এ সখা।