সেদিন ছিলো বেশ চিন্তাহীন স্বপ্নের সে এক দেশ
মধুর ছিলো সেই জগৎ,
জটিলতা আসেনি সেই প্রহরে।
সে ছিলো বেশ, আমার ফেলে আসা শৈশবের দেশ।
কি সুন্দর ছিলো তা, স্মৃতিপটে ভেসে ওঠে,
ত্রিরিশ বছর আগের বসন্ত বেলা।
কতো সরল ছিল ওই
আবেগে  ভরা শৈশব জীবন মোর।
খোলা মাঠ, নদীর পাড় উঁকি দেয় শৈশবের আঙিনায়।
উষা হতে দিনান্তে খেলে যায় রোদ চৈতালি বসন্তে।
আমের বোল, পলাশ ফুল মালা গাঁথা অবসরে।
অলস সেই দুপুরে বাজে বেনু দিগন্তে
মালাখানি গলে দোলে বাজে নূপুর রাঙা পদে।
সে ওই মনোরমা  সাথী মোর বিকেলের
লুকোচুরি, কানামাছি আমবনে গোপনে।
সাঁঝবেলায় ধুলো মাঝে বাজে শাখ উঠোনে
কলধ্বনি মুখরিত নামতার সুরে সুরে।
একতারা ফকিরের গান উঠে নিশিথে
গল্পেরা স্থান নেয় ঘুম ভরা নয়নে।
আজ যদি ফিরে চাই ফেলে আসা দিনপানে
হাত নেড়ে বলে ওরা, ভালো আছি সোনাঝরা বিকেলে।