তোমার দুয়ার হতে ফিরে এলেম
শূন্য হাতে আজ,
ফিরিয়ে দিলে তুমি মোরে
শূন্য হৃদয়ে।
লাবণ্য নেই তো মোর,
নয় গো দেহ কান্তিময়।
তাই তো পাইনি তোমার দেখা,
ওহে অনন্য সুন্দর।
জোৎস্না মাঝে পুলকিত, পূর্ণ এ গগন
সকল আঁধার স্হান নিলো হৃদয়ে আমার।
প্রেম কি তব এমন ই
কুন্ঠা ভরা পাশ,
বাঁধে সে সকল হৃদয়,
মোহের অবকাশ।
এবার তবে যাচ্ছি ফিরে,
তোমা হতে অনেক দূরে,
ফিরবো না আর এর দুয়ারে,
চাইনে মিথ্যে মোহো আর।
অঙ্গ তব সুন্দর, লাবণ্য দীপ্তময়
কলঙ্ক যা আছে তব,মনের মাঝে থাক আজ।
বুজবে যেদিন মূল্য প্রেমের ,
কাঁদবে দিবস নিশি
একলা তুমি সেদিন হবে
থাকবে না গো রূপ আর।
মনে যদি পরে সখা,
এই বন্ধুর কথা,
ডেকো সব দ্বিধা ভুলে,
আসবো আমি আবার।