সোনার রথ দাঁড়িয়েছে তোমার দ্বারে
ফুলের সাজে  এলে রাজার বেশে।
রথের চূড়া আজ সূর্যকে আড়াল করে
রাঙা শোভা দিয়েছে আলো পরন্ত গোধূলিতে।
পথের কাঁটা দিয়েছি সরিয়ে
আপন হতে আপন রক্ত ঝরিয়ে।
চললে তুমি নিজের লক্ষ্য সাধনে
যুদ্ধ জয়ের বিপুল উল্লাসে।

মধ্য রাতে ভিড়লো তব তরী
পদ্মার কোন অচেনা কূলে,
একলা তখন তুমি, নিঃস্ব হয়ে ভগ্ন হৃদে ।
রাজার বেশ গেছে খসে
ফুলের হার গেছে শুকিয়ে।
বহু যুগের ক্লান্তি ঘিরেছে তোমায়,
পাশে থাকার বার্তা নেই আজ।
এমন দিন এলো আজ জীবনে
অহংকার ম্লান হলো সেই সূর্যের কিরণে।
উষার প্রাতে যেমন নতুন সূর্য উঠে
নতুন আশা জাগাও মননে।

নতুন লক্ষ্য নতুন স্বপ্ন
নতুন করে সাজাও জীবন।
চলার পথের লক্ষ্য যত   পূর্ণ হোক এবার ।
বিনয় হোক সঙ্গী তব    আশার  জাগাও প্রাণে।
জয়ী তুমি হবেই জেনো   সৃষ্টির আপন নিয়মে।