সুন্দর হে,      তোমারে করি নমস্কার।
বসন্ত হে,     সাজাই তোমার বরণ ডালা এবার।
প্রেম হে,     যুথি বন অপেক্ষায় তোমার লাগি।
ওহে কান্তি,   তব সৌমে ডুবিছে হৃদয় বিপুল প্রশান্তি সাগরে।
ওহে ধরা,  সাজিয়েছো তব কায়া বিচিত্র পুষ্প মাধুর্যে।
হে পূর্ন ,    ভরেছো গগন নীল কোমল অম্বরে।
ওহে তৃপ্তি,   ঢেলেছো সুধারস শুষ্ক শূন্য জীবন প্রান্তরে।
হে স্নিগ্ধ,   ছড়ালে পরশ তব, মলিন রুক্ষ নগ্ন প্রকৃতিতে।
ওহে নবীন,   এলে অবশেষে কালরুদ্ধ এই প্রান্তে।
আমি প্রবীণ,  নেবো বিদায় চির নবীন স্ফূর্ত বসন্তের দিগঞ্চল হতে।