এসেছো তুমি নবীন রূপে শুকনো ধুলায় চরণ পেতে
রাঙা প্রকাশ মলিন বিকাশ ফুলের বনের মধুর বাহার।
শুকনো ধুলায় ঝড় উড়িয়ে বইছে হওয়া হিমেল স্রোতে
মধুর কান্তি হলো ফিকে  আজ এসেছো তরুণ বৈরাগী।
বহু যুগের ত্যাগী  কঠিন যোগী দেহে মনে।
শুকনো পাতায় সুর তুলে গাইছে ধরা তোমার গান
কণ্ঠে তোমার শীতল আবেগ বইছে শোণিত শীতল স্রোতে
মলিন তোমার অধর হাসি শুকনো আজি হরিৎ কুঞ্জ
প্রেমের ধারার নূতন বাহার সুধারস করেছো দান।
হে উদাসী হে বিবাগী ভিক্ষা মাগো দীনের দ্বারে
কিবা দেবো তোমায় হেথা নিজে তুমি স্বয়ংসিদ্ধ ।
মৃত্যুকুঞ্জে তোমার বীনা বাজাও তুমি নিশিথে
মর্মরিয়ে উঠে ধ্বনি শুকনো শালের বনে।
নিশার মাঝে অলস কায়া উষ্ণ পরশ খুঁজে মরে
হে ভিখারী জোতির্ময় এলে  শুভ্র সাজে বেলা শেষে।