ক্ষনিকের বন্ধু হয়ে এসেছিলে শূন্য জীবনে
রাঙিয়ে দিলে মধুর রূপে বিবর্ণ এই কানন।
যে কানন রংহীন শুষ্ক ছিল এতকাল
তোমার বর্ষণ ধারায় মরু হলো তপোবন।
হে ক্ষনিকের অতিথি রেখে যাও স্মৃতি খানি
উজাড় করে দিলাম ফুল তোমার চরণতলে।
প্রভাতে যে ফুল ফুটিয়েছিলে নিষ্ঠা ঢেলে প্রাণমন
গোধূলির আলোতে নিলো তারা ধুলিসজ্জা সৃষ্টির নিয়মে।
ছড়িয়ে দিলো মাধুরী, সুবাস সমীরে
মন বলে পাশে থাকো রাখ হাত আজীবন।
ক্ষুদ্র এ জীবন নানা রঙে আঁকা
সন্ধ্যার মালতি হোক বা ভোরের সিক্ত যুথিকা।
যা দিয়েছি তোমার তরে অর্ঘ্য রূপে তোমার চরণে
বিনিময়ে না দিও প্রেম, দিও শুধু কিঞ্চিৎ মান। জীবন হবে ধন্য তোমা হতে পায় যদি এইটুকু।