উদিল শশী পূর্ন গগন জুড়ে
আসিল প্রেম এই মনোে কাননে।
জাগিলো তারা রাশি রাশি, পূর্ন চন্দ্র ঘিরি
পূর্ণ লাবণ্য প্রকাশিছে মনোেমাধুরী।
ওহে সুন্দর, ওহে নিত্য, ওহে প্রেম, ওহে সত্য
সকরুনে মাগি তব সঙ্গ, হে স্থির চির নব্য।
বীনা হতে সুর উঠে সুধাপুরনিমায়
জাগায়াছে হৃদয় আজ ল্যাবণ্যে তোমায়।
সাগরে খেলিছে তরঙ্গীত ঢেউ
ফেনিল কেশর নিয়ে সমর্পিত বালুকা চড়ায়।
বাঁশরী বেজেছে ওই শুক্ল নিশিথে
কে যেন ঢেলেছে গভীর আবেগ ওই তন্ময় ভাবে।
বিভাবরী উদাসিনী কেন কি শোকে
জান কি পরিপূর্ণ ওহে কৌমুদী?
এই সুন্দর এই চন্দ্রিকা এই পুষ্প বাহার
ধরণীর এই রূপ চির মনময়।