বাতাসে হিমেল ছোঁয়া মন মেতেছে গানে
ফিরে ফিরে পথ চাওয়া, আসবে সে কখন।
হলো দেখা মোদের নিকুঞ্জ নিরালায়
রবি তখন অস্তে আভা ছড়ালো গঙ্গায়।
হৃদয় হতে হৃদয়ে রাঙা হলো সেই প্রহর
ক্ষণিকের সেই ক্ষণে মধু ছড়ায় পবন।
দিন এসে মিলে গেলোে সন্ধ্যার হৃদয়ে
প্রেম করে অপেক্ষা বহুকাল হতে।
মধুর এই লগ্ন স্থান পাক হৃদয়ে
সেই মধু ক্ষণ স্থান নিক অন্তরে।
জানিনা আর কবে হবে দেখা তোমাতে
পূর্ণ যামিনী শশধর পুলকিত
সেই ক্ষণে মিলিবে গভীর হৃদয়ের বন্ধুত্ব।
কথা দিলাম সখা মোর
রবে অটল গভীর এই বন্ধনের।