কেমন আছো  তিলোত্তমা?

শুষ্ক শীতে বেশ তো সাজিয়েছো নিজেকে বাহারি আলোর মালাতে।

নীরব রাতে, কুয়াশা ঘিরেছে তোমার দেশ।

জোয়ার খেলছে তোমার ঘাটে, আপন মনে আপনা হতে।

ডুকরে ডুকরে কাঁদছে ওরা, কুঁকড়ে যাওয়া পথশিশুরা।

দূরে কোথায় মধ্যরাতে স্যাম্পেনের ফোয়ারা ওঠে।

কোন অদূরে কোন সখি কাঁদছে তার নিজের ঘরে।

হাজার হাজার যন্ত্রনা হৃদয়ে তোমার তিলোত্তমা।

তবুও তুমি মোহিনী, মায়া বোনো মধ্যরাতে।

হারিয়েছে অতীত গাঁথা, অলি গলির রাজপথের।

এখনো কেবল ভোগের মায়া, নিজে তুমি অর্থের কায়া।

হারিয়েছে জলসা ঘর বিনোদনের সরল পথ।

নতুন রূপের মাল্টিপ্লেক্স ঠান্ডা ঘরে লাগছে বেশ।

হারিয়ে গেছে কতো স্মৃতি শীতের রাতে গল্প গীতি।

শুধুই এখন মোহের মায়া নগ্ন রূপে তোমায় দেখা।

গায় না আজ পরিযায়ী, বাঁধ সেজেছে দানব দূষণ ।

তবুও তুমি তিলোত্তমা, রাতের স্মৃতির নীহারিকা।

একলা হয়ে একলা মনে, বাড়ে বাড়ে হাঁটতে চাই তোমার পথে।

থাকতো যদি  জাদু ছড়ি আলাদিনের জিন হয়ে

ফিরিয়ে দিতাম তোমার রূপ আগের মতো এক্কেবারে।

সে সব তো কল্প গাঁথা সুপ্ত থাক আমার মনে।

ভালো থেকো তুমি, আমার শহর তিলোত্তমা।