আনন্দ গান গাঁও হে সখা
সুর বাজুক মোর ব্যথার বীণায়।
বসন্ত এবার নেবে বিদায়
সময় হলো তরী ছাড়ার।
নিভলো বাতি বনের পথে
                       হটাৎ আসা দমকা হওয়ায়।
সহস্র ফুল ঝরলো আজ
মিশে গেছে ধূলার মাঝে।
অশ্রুজলের ঢেউ উঠেছে -
                               বিদায় কাল সমাগম।
ভাসলো তরী নয়ননীরে
                                   নিদ্রাবিহীন দু'নয়ন।
যাবার হাওয়া উঠল আজ, ওগো, উঠল হাওয়া বিদায়ের।
সন্ধ্যা পূজা হয়নি হেথা
                           শাখ বাজেনি দেবালয়ে।
হৃদয় মম শঙ্কা ব্যাকুল
                         অট্টহাসি জলের কোলে।
কে গো তুমি প্রিয় সাথি, প্রেমসাগরের অতনু
দাও হে তুলে তান তব মোর রোদন বীণাতে।
হটাৎ আসা উজান স্রোতে ভাসুক তরী আপন মনে
হয়নি দেখা যারে কভু কোনো কালে,কোনো তিথিতে
সামনে এলে সাজিয়ে দিতাম ঝরা ফুলের গাঁথা মালাতে।
এমন করে দিলে ডাক সেই সুদূর হতে ব্যাকুল রবে
আর কি আজ থাকা যায় এই ঘরের কোণে বন্দী হয়ে?
ছিন্ন করে সকল মায়া ঝাঁপ দিয়েছি আকাশরাশিতে
'পাগল আমার ', তোমার সৃষ্টিছাড়া সুরে
তান দিও মোর বেদনবাঁশিতে।