ফুল বলে আজ,
তোমারে জানাই প্রণাম
হে মোর স্রষ্টা, বিশ্বের পালন কর্তা।
ঢেলেছো সুধা সৌরভ উজাড় করে মোর'পরে
করোনি কৃপণতা মোর প্রফুল্ল বিকাশের।
তোমারে জানাই প্রণাম, মোর রচয়িতা।
ধূলি শয্যায় নিয়েছি স্থান হয়েছি নত,
মিশেছি তোমার চরণতলে।
মোর মাঝে যে সুবাস দিয়েছো বিপুল রূপে
ছড়িয়েছি তোমার সৃষ্টির রসে, তোমার প্রতি
কৃতজ্ঞে।
গ্রহণ করো মোরে,
দিওনা সরায়ে,পতিতা ধূলি মাখা বলে।
বুঝিবে জানি দেব এ কাঙাল হৃদয়ের কথা,
তব আপন গুনের মাধুর্যে।
লহ প্রণাম,
            মোর স্রষ্টা, বিশ্বের পালন কর্তা।