নহ তুমি শেষ, নহ সমাপ্তি

নহ শূন্য, নহ জীবনের শেষ প্রশান্তি।

অমৃতের পথে আলোর পূর্ন জ্যোতি

জীবন তরঙ্গ শেষে ক্ষনিকের বিরতি।

পূর্ন তুমি, সম্পূর্ণ সত্যের জ্যোতি হে।

সৃষ্টির মূল আধার, ভৈরবের পূর্ন প্রকাশ

হে মৃত্যু, হে আদি নিয়তি।

অখন্ড ভাস্বর তুমি

জীবনের শেষ সৌম্য সুন্দর প্রিয়।

প্রণাম লহ মোর

হে সৃষ্টির আদি কান্ডারি।