তাঁহার বীনার সুরে সুরে

                        গান বেঁধেছ গভীর হৃদে।

সে গানে তোমার মধুর হাসি

                          দুঃখ ভোলায় প্রিয়ভাসি।

সুখের লগ্নে মনের কায়া

                        ললিত সৌম্য স্বপ্ন মায়ায়।

রাতের মাঝে চন্দ্রকলা

                      তারার আলো আকাশ ভরায়।

দূরে কোথায় রাতের পাখি

                    উদাস সুরে গায় একাকী।

এমন করে কাটে নিশি

                    চোখের কোনায় অশ্রু শিশির।

প্রভাত মাঝে নিদ্রা শেষে

                    কাঁদে মন স্বপ্ন ভাঙার।

হারিয়ে ফেলার ভয় আজ

                     ঘিরেছে মন কুহক ছায়ায়।

প্রভাত আলোয় নতুন করে

                       হৃদয় বাঁধে আশার ডোরে।

পুলক রাশি নাচে আজি

                     প্রাণ ঢেলেছো ও সরসী।

তোমার চলার রুদ্ধ পথে

                    সুর উঠেছে লহরী তুলে।

প্রিয় সখী প্রিয়ংবদা

                প্রেম ঢেলেছো  নয়ন নীরে।

দুঃখ রাতের বিরহ

                  স্থান নিয়েছে হৃদয়ে।