তোমাকে জানার এই সফর সহজে আমার হবে না শেষ


লাগবে কিছু সময় আরো, জানতে তোমায়


যেমনটা তুমি বেশ।


আমার সাথে অনেক প্রহর গ্রীষ্ম-বর্ষা-শরৎ-শীতে


কতো স্মৃতির উজান তরী বইছে জীবন তটিনীতে।


তোমার সাথে প্রতি প্রহর নতুন করে তোমায় চেনা


নতুন রূপে আমার চোখে তোমার নতুন প্রকাশ পাওয়া।


সেই ক্ষণেতে কতো স্মৃতি নতুন নতুন গল্পগীতি


প্রতি পদে পরশ তোমার আমায় ছুঁয়ে যাওয়া।


এই বারেতে নতুন রূপে তোমায় প্রকাশ করা


পদ্মাপাড়ে সেতার বীণায় সুরেতে সুর বাঁধা।


সাঁঝের মাঝে তোমার কথা গভীর মনে শোনা


দূরের পানে আঁখি মেলে তোমার স্মৃতি বোনা।


খেয়া ঘাটে বাঁধা তরী দু'পাড়ের সাঁকো গড়া


নদীর জলে ছলাক ছলাক নীরবে নিবিড়  হওয়া।


হেমন্তের হিমেল স্রোত অশোক বনে পাতা ঝরা


আকাশ মাঝে জোৎস্না রাতে তোমায় নতুন রূপে পাওয়া।


শরৎ মাঝে রাইকিশোরী কাশের বনে দেখা


কনকচাঁপা, শিউলি হারে প্রেমের সুর তোলা।


বর্ষা রাতে ঝম ঝমাঝম বাদল বেলায় একা


তোমার কথায়,তোমার গানে,তোমায় নতুন করে খোঁজা।


উষ্ণ দিবস মগ্ন আজি অগ্নি স্নানে তপা


তোমার মাঝে হৃদয় বীণায় আগুন পরশ পাওয়া।


বারে বারে নানা ক্ষণে নানান রূপে দেখা


তোমার মাঝে তোমায় আমার নানান রূপে পাওয়া।