সময় গেলো কতো বয়ে বর্ষা হতে বসন্তে
বাড়ে বাড়ে নানা ছলে দেখা হলো আড়াল হতে তোমারে।
নাই বা পেলাম সঙ্গ তব,নাই বা হলো দেখা।
তবুও হৃদয় মাঝে তোমার সাথে নীরবে নিবিড় হওয়া।
শুক্ল রাতে গগন জুড়ে ছড়িয়ে পরা জোৎস্না
তোমার শ্রীরূপ আঁকে মোর মনের কায়া।
ভুবনখানি মধুর হলো তোমার স্মিত আভায়
নানান ভাবে ছড়িয়ে গেলে আমার সকল কায়ায়।
বসন্তে পলাশগুলো আগুন ছড়ায় শাখায়
না পেয়ে তোমায় গভীর ভাবে অনুভূতি, হৃদয়ে রক্ত ঝরায়।
এমন কেন হলো সখা তোমার বিচ্ছেদে,
ভালো হতো সেই, যদি না হতো দেখা মোদের।