কি এনেছো আজ নতুন প্রভাত প্রাতে


সাজি ভরে কাঠচাঁপা আর বেল ফুলের মালা বরণের।


                     দিলে সেই চিঠি নতুন বন্ধুত্ব মোদের


এনেছো এক গোছা রজনীগন্ধা সাথে।


                    আকাশের একরাশ পরিমল হাসি এনেছো


নিখিলে ব্যাপরিতো সেই সুর বিপুল তরঙ্গে।


                   হাসি মাখা সোনা রোদ সাথে এনেছো


অতীতের সব স্মৃতি সাজিয়ে মালা গেঁথেছো।


                   বনে বনে ওঠে গান বাজে বীণা আনন্দে


কেতকী রাশি রাশি ফুটেছে প্রাঙ্গনে।


                     বাজালে বাঁশি মোর অঙ্গনে আজ


কেমন সেবা করি হে অতিথি দেব নারায়ণ।


                     আনন্দ এসেছে পাচ্ছে পাচ্ছে তব


এসেছে প্রজাপতি, অলি কতো শত।


এই ক্ষণে এই মন তোমা পানে ধায়


                     কি বসন্ত দিয়ে গেলে ভোর বেলায় প্ৰিয়।


মনে মনে কতো সুর ভেসে উঠেছে


                      শুকতারার সাথে ওরা বেজে উঠেছে।


কূজনে মাতাল আজ নতুন এ প্রভাত


                     ধীরে ধীরে কাটে বেলা প্রিয় তোমার সাথে আজ আবার ।