কেটেছে মেঘ, কেটেছে দুঃখ,
জীবন এখন সদাই প্রফুল্ল।
কুয়াশা কেটে নতুন প্রভাত
এসেছে নতুন শরৎ আবার।
জীবন জুড়ে নতুন প্রীতি
নতুন প্রেমের গল্প গীতি।
আজ প্রভাতের নতুন আশা
নতুন স্বপ্ন, ভালোবাসা।
নতুন করে উজান বাওয়া
নতুন প্রেমের গল্প বলা।
নতুন করে প্রহর গোনা
তোমার জন্য হৃদয় সখা।
নতুন করে পুস্প বাহার
তোমার দেহে ফুলের শৃঙ্গার।
আপন করে নেবো তোমায়
সকল দোষ মেনে নিয়ে,
প্রেমে ভরবো হৃদয় মোর
নতুন এই শরৎ বেলায়।
নিখিল মাঝে ব্যাক্ত হবে
শুভ্র মেঘের ক্যানভাসে,
নীরব তব মনের ভাব
চিত্রিত সেথায় দ্বিপ্রহরে।
জোস্না রাতে বনের মাঝে
ছুটে যাওয়া নিরুদ্দেশে,
কোন বনানি উঠবে জেগে
কোজাগরীর শেষ রাতে।
উদাস কড়া বাউল ফকির
তন্দ্রা বিভোর প্রকৃতি,
দাও গো মোরে ছুটি এবার,
খেলা শেষে বিদায় ক্ষনে।